রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
অ্যাডভোকেট মোমিনুল ইসলামের ফুলেল শুভেচ্ছায় শাপলা এওয়ার্ড জয়ী কাব স্কাউট জারিফ ওয়ালীকে সংবর্ধনা। যশোরে সাড়ে চার কোটি টাকার সোনারবারসহ আটক ২ বীরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হ্যামকো গ্রুপে দুর্ধর্ষ ডাকাতি: কোটি টাকার কাঁচামাল লুট, নিরাপত্তা কর্মী-শ্রমিক জিম্মি। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত। এইচএসসি পরীক্ষার্থী কাওসারের আত্মহত্যা: বেতাগীতে শোকের ছায়া ফ্যাসিবাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে — আমীরে জামায়াত। আটরশির মুরিদ খন্দকার শাহজাদা মেম্বারের জীবন কাহিনী । ২৬ জুলাই খুলনায় চরমোনাই পীরের গনসমাবেশ ইসালামী আন্দোলনের যৌথসভা  খুলনা ওয়েস্টার্ন ইন হোটেলে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার কালীগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেষ্টুনীসহ বৃক্ষ রোপন ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার। উথলীতে ট্রেন লাইনচ্যুত, সারাদেশ থেকে খুলনার রেল যোগাযোগ বন্ধ। তলে তলে ইরানের বিপক্ষে লড়েছে সৌদি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস! বরগুনার দক্ষিণ রামনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ছিনিয়ে নিল দলবল ভারতে অঙ্গ বিক্রি করে বাংলাদেশের একটি এলাকা হয়ে গেল ‘এক কিডনির গ্রাম’ ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা খুলনায় বেড়েছে পাটের আবাদ আফগানিস্তান সীমান্তে ৩০ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা সুন্দরবনে বিষ প্রয়োগে অবৈধ মাছ শিকার: বিপুল পরিমাণ মাছ ও সরঞ্জাম জব্দ।

অর্পিত সম্পত্তি ও কৃষকের জমি আটকে এলপিজি প্লান্টের কারখানা স্থাপন।

ডেস্ক রিপোর্টঃ / ৪১
আপডেটঃ রবিবার, ১ জুন, ২০২৫

মো: আল মাসুম খান

খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলা এলাকায় এলপিজি প্লান্ট স্থাপন করেছে জিএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেড। বেসরকারি গ্যাস কোম্পানি প্লান্টের নিরাপত্তার অজুহাত তুলে সরকারের অর্পিত সম্পত্তি ও সাধারণ কৃষকের জমি টিনের সীমানা বেড়া দিয়ে আটকে দিয়েছে। গ্যাস কোম্পানির টিনের বেড়ার কারনে নিজেদের জমিতে সহজে যেতে পারছেন না স্থানীয় কৃষকরা। আগে যে জমিতে তিল, ডাল ও ধান চাষ করা হতো; বাধার কারণে সেখানে এখন ধান ছাড়া কিছুই চাষ করা যাচ্ছে না। স্থানীয় কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে অবৈধ স্থাপনা অপসারণ করে অর্পিত সম্পত্তি পুনরুদ্ধার এবং ব্যক্তি মালিকানা জমি পৃথক করার নির্দেশ দিয়েছে বিভাগীয় প্রশাসন। অর্পিত সম্পত্তি থেকে সীমানা বেড়া ও অবৈধ স্থাপনা অপসারণ করতে কোম্পানিকে লাল নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসনও। কিন্তু দখল ছাড়ছে না তারা। বটিয়াঘাটা উপজেলা প্রশাসন হঠাৎ নীরব হয়ে গেছে বলে অভিযোগ। স্থানীয় কৃষক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৭ সালে বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলায় জিএমআই গ্যাস কোম্পানির এলপিজি প্লান্ট স্থাপনের কাজ শুরু হয়। প্লান্টটি খুলনা বটিয়াঘাটা প্রধান সড়ক থেকে কিছুটা দূরে। এলপি গ্যাস প্লান্ট ও প্রধান সড়কের মাঝে ৩ দশমিক ৭৩ একর অর্পিত সম্পত্তি রয়েছে। এর পাশে রয়েছে স্থানীয় কয়েকজন কৃষকের আরও দেড় একরের বেশি কৃষিজমি। উল্লেখ্য ২০১৭ সালে অর্পিত সম্পত্তি ইজারা নেয় কোম্পানিটি। ২০২০ সালের দিকে তারা অর্পিত সম্পত্তিসহ সড়কের পাশে সম্পূর্ণ জমিতে টিনের বেড়া দিয়ে আটকে দেয়। এতে কৃষকের জমিও আটকে যায়। এই প্রতিবাদক সরেজমিন গিয়ে দেখেছে, জিএমআই এলপিজি প্লান্টের প্রবেশ পথ থেকে শুরু করে প্রায় ১৫০ ফুট পর্যন্ত জমি টিনের বেড়া দিয়ে আটকানো। জমিতে প্রবেশ করতে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। অর্পিত সম্পত্তি ইজারা নিয়ে সেখানে সড়কসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এই প্রতিবেদককে দেখে স্থানীয় কৃষক সুভাষ বৈরাগী বলেন, টিনের বেড়া দেওয়ার পর অনেক পথ ঘুরে আমাদের জমিতে যেতে হয়। আগে জমিতে ধানের পাশাপাশি তিল, ডালসহ অনেক কিছু চাষ করতাম। কিন্তু বেড়ার কারণে ধান ছাড়া কিছুই আবাদ করা যায় না। জমির মালিক রবিউল ইসলাম বিশ্বাস সাংবাদিকদের বলেন, বেড়া দেওয়ার পর ২০২২ সালে আমরা উপজেলা প্রশাসনের কাছে গিয়েছিলাম। কিন্তু তখন আমাদের বের করে দেওয়া হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতারাও আমাদের হুমকি দেন। গত বছর ৫ আগস্টের পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনে নতুন এসিল্যান্ড যোগদান করলে তিনি আমাদের সব কাগজপত্র দেখে কোম্পানিকে আমাদের জমি ছেড়ে দিতে কয়েকবার নোটিশ দেন। কিন্তু কোনো কিছুতে কাজ হচ্ছে না। বটিয়াঘাটার সহকারী কমিশনার (ভূমি) শরীফ শাওন গণমাধ্যমের কাছে জানান, কৃষকদের আবেদনের পর তারা সরেজমিন গিয়ে দেখতে পান, ইজারার শর্ত লঙ্ঘন করে অর্পিত সম্পত্তিতে স্থাপনা নির্মাণ এবং জমির শ্রেণি পরিবর্তন করা হয়েছে। তখন কোম্পানির ইজারা নবায়ন বন্ধ করে দেওয়া হয়। গত ২ ফেব্রুয়ারি জমি থেকে স্থাপনা ও টিনের বেড়া অপসারণের জন্য কোম্পানিকে নোটিশ দেওয়া হয়। স্থাপনা অপসারণ না করায় ৪ মার্চ তাদের চূড়ান্ত ভাবে লাল নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে স্থাপনা অপসারণ করতে বলা হয়েছে। স্থানীয় জমির মালিক মানষ বৈরাগী সাংবাদিকদের কাছে বলেন, উপজেলা প্রশাসনের লাল নোটিশের পর উপজেলা প্রশাসনের তৎপরতা থমকে গেছে। তারা জমি উদ্ধারে হঠাৎ পিছিয়ে গেছে।
উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের সময় ২০২২ সালে কৃষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে কোম্পানির লোক ডেকে সতর্ক করা হয়েছিল। এর ফল হয়েছিল ভয়াবহ। বিষয়টি নিয়ে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতাদের তোপের মুখে পড়েন স্থানীয় কর্মকর্তারা। এরপর কৃষকরা আর আসেননি। বিষয়টি ধামাচাপা পড়ে যায়। গত ৫ আগস্টের পর কৃষকরা আবার জমি ফিরে পেতে তৎপরতা শুরু করেন। উপজেলা প্রশাসনও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। কিন্তু এবারও কোম্পানির পক্ষ থেকে ফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। এবারও উপজেলা প্রশাসনের জুনিয়র কর্মকর্তাদের ধমকানো হয়েছে। কয়েকজনকে প্রলোভনও দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তারা আর এগোনোর সাহস পাচ্ছেন না।
জিএমআই ইন্ডাস্ট্রিয়াল গ্যাস লিমিটেডের খুলনার ওই প্লান্টের ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) এন এম মোস্তফা কামাল গণমাধ্যমের কাছে বলেন, ওই স্থানে কোন জমি অর্পিত সম্পত্তি এবং কোন জমি কৃষকের, তার সীমানা দেওয়া নেই। প্লান্টের নিরাপত্তার স্বার্থে আমরা পুরো জায়গা বেড়া দিয়েছি। উপজেলা প্রশাসনের চিঠির পরিপ্রেক্ষিতে আমরা সময় চেয়েছি। আমাদের ব্যবস্থাপনা পরিচালক দেশের বাইরে। কোম্পানির আইন উপদেষ্টা হজে গেছেন। তারা দেশে ফিরলে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় জমির মালিক রাকিন বিশ্বাস গণমাধ্যমের কাছে বলেন, আমরাও জমির সীমানা চিহ্নিত করে আমাদের জমি ‍বুঝিয়ে দেওয়া এবং বেড়া সরানোর জন্য অনুরোধ করছি। গত ২৯ এপ্রিল খুলনা বিভাগীয় কমিশনারের অফিস থেকে সরকারি সম্পত্তি পুনরুদ্ধার এবং আমাদের জমি মেপে বুঝিয়ে দিতে চিঠি দিয়েছি। কিন্তু উপজেলা প্রশাসন কোম্পানির সুরে কথা বলছে।এসব অভিযোগ অস্বীকার করে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি গনমাধ্যমে সাংবাদিকদের বলেন, ইজারা নবায়নের বিষয়ে করনীয় নির্ধারনে খুলনা জেলা প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে। এলপিজি গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দেশের বাইরে রয়েছেন। ঈদের পর তিনি দেশে ফিরলে টিনের বেড়ার বিষয়টির সুরাহা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By ThemesDealer.Com