মো: আল মাসুম খান
খুলনা বন বিভাগের সুন্দরবন পশ্চিম বিভাগের কোবাদক ফরেস্ট ষ্টেশনের আওতাধীন টেকের খাল এলাকা থেকে ১০ কেজি দায়োনা ফাঁদ উদ্ধার করেছে বন বিভাগ। আজ সোমবার ২ জুন সকাল আনুমানিক ১০ টার সময় অভিযান চালিয়ে এ ফাঁদ উদ্ধার করা হয়। সুন্দরবন পশ্চিম বনবিভাগের সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন সঙ্গীয় বনরক্ষীদের নিয়ে টেকের খান এলাকায় অভিযান চালিয়ে কাদার নিচে পুতে রাখা ১০ কেজি দায়োনা ফাঁদ উদ্ধার করে। বন বিভাগের কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো: আনোয়ার হোসেন সাংবাদিকদের আরও বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় বনরক্ষীদের নিয়ে টেকের খাল এলাকায় অভিযান চালিয়ে মাটিতে পুতে রাখা ১০ কেজি দায়োনা ফাঁদ উদ্ধার করেছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।