লিটন কুমার ঢালী , স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, আমতলী সদর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহীন খান হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আমতলী উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকাল ১১টায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল, জেলা ও উপজেলা শ্রমিক দলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং নিহত শাহীন খানের পরিবারের সদস্যরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাক্তার শাহীন খানের নির্মম হত্যাকাণ্ডে জড়িত ইসহাক মৃধা, কাজল মৃধা, সজল মৃধা ও কালাম মৃধা সহ তাদের সহযোগীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা অভিযোগ করেন, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ।
বক্তারা আরও হুঁশিয়ারি দেন, যদি দ্রুত তদন্ত ও বিচার কার্যক্রম শুরু না হয়, তাহলে আমতলীর সর্বস্তরের জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
এই ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।