হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ
নিউজ পোর্টাল জার্নালিস্টদের সর্বপ্রথম ও আন্তর্জাতিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন (এনপিজেএ) তাদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। উল্লেখ্য ২০১০ সালের ৩ মে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ২০২৫ সালের ৩ মে দেড় দশক পূর্ণ করে।
এই উপলক্ষে আগামী রোববার, ১৫ জুন ২০২৫, স্থানীয় সময় দুপুর ২টায়, যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট অঙ্গরাজ্যের ব্রিজপোর্টে (ঠিকানা: ৯৮৫, ফেয়ারফিল্ড এভিনিউ, সুইট# বি২, সিটি-০৬৬০-১১৮৮) আয়োজিত হবে বিশেষ আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান।
‘বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা’ শীর্ষক এ অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সমাজসেবকদের বিশেষ সম্মাননা প্রদান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনপিজেএ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সঞ্চালনায় থাকবেন সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনের প্রধান উপদেষ্টা, মূলধারার রাজনীতিক ও কলামিস্ট এম এ সালাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সাপ্তাহিক জন্মভূমি ও জন্মভূমি ডটকম এবং রতন তালুকদার লাইভ চ্যানেলের সম্পাদক রতন তালুকদার।
বিশেষ অতিথিরা হলেন:
মনোয়ারুল ইসলাম – সভাপতি, নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব ও কন্ট্রিবিউটিং এডিটর, নিউইয়র্ক কাগজ ডটকম
রিমন ইসলাম – আইটিভি’র পরিচালক (সোশ্যাল মিডিয়া) ও পোর্টাল জার্নালিস্ট
আফরোজা ইসলাম – সম্পাদক, নিউইয়র্ক কাগজ ডটকম
শহীদ রাজু – নির্বাহী সম্পাদক, প্রবাসমেলা ডটকম
সোহেল চৌধুরী – সম্পাদক, কালের সংবাদ ডটকম
মইনুল হক চৌধুরী হেলাল – সাধারণ সম্পাদক, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন
জুনেদ এ খান, নূরুল আলম খান, তারেক আম্মিয়া, হুমায়ুন আহমেদ চৌধুরী – এনপিজেএ’র কন্ট্রিবিউটর ও ‘বাক’ সংগঠনের নেতৃত্বস্থানীয় সদস্য
বসির আহমেদ খান ও আতাউর রহমান চৌধুরী – প্রবাসী সমাজসেবক ও এনপিজেএ কন্ট্রিবিউটর
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন:
মো. নাসির – সহ-সভাপতি, এনপিজেএ ও সম্পাদক, এনজেবিডিনিউজ
এবিএম সালেহ উদ্দিন – সহ-সভাপতি, এনপিজেএ; কবি ও প্রাবন্ধিক
হেলাল মাহমুদ – সহ-সভাপতি, এনপিজেএ; সম্পাদক, মুক্তকণ্ঠ নিউজ
আয়েশা আক্তার রুবি – সহ-সভাপতি, এনপিজেএ; সম্পাদক, আইবিএন নিউজ২৪.কম
উক্ত অনুষ্ঠান পোর্টাল সাংবাদিকতা ও প্রবাসী সমাজে এনপিজেএ’র ভূমিকা ও ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময়ের সুযোগ করে দেবে বলে আয়োজকেরা আশাবাদ ব্যক্ত করেছেন।