শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
হ্যামকো গ্রুপে দুর্ধর্ষ ডাকাতি: কোটি টাকার কাঁচামাল লুট, নিরাপত্তা কর্মী-শ্রমিক জিম্মি। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত। এইচএসসি পরীক্ষার্থী কাওসারের আত্মহত্যা: বেতাগীতে শোকের ছায়া ফ্যাসিবাদের স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করা হবে — আমীরে জামায়াত। আটরশির মুরিদ খন্দকার শাহজাদা মেম্বারের জীবন কাহিনী । ২৬ জুলাই খুলনায় চরমোনাই পীরের গনসমাবেশ ইসালামী আন্দোলনের যৌথসভা  খুলনা ওয়েস্টার্ন ইন হোটেলে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার কালীগঞ্জে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বেষ্টুনীসহ বৃক্ষ রোপন ও অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন খুলনার ওয়েস্টার্ন ইন হোটেল থেকে নারীর লাশ উদ্ধার। উথলীতে ট্রেন লাইনচ্যুত, সারাদেশ থেকে খুলনার রেল যোগাযোগ বন্ধ। তলে তলে ইরানের বিপক্ষে লড়েছে সৌদি, চাঞ্চল্যকর তথ্য ফাঁস! বরগুনার দক্ষিণ রামনায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে ছিনিয়ে নিল দলবল ভারতে অঙ্গ বিক্রি করে বাংলাদেশের একটি এলাকা হয়ে গেল ‘এক কিডনির গ্রাম’ ট্রাম্প-পুতিন ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ হামলা খুলনায় বেড়েছে পাটের আবাদ আফগানিস্তান সীমান্তে ৩০ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানি সেনারা সুন্দরবনে বিষ প্রয়োগে অবৈধ মাছ শিকার: বিপুল পরিমাণ মাছ ও সরঞ্জাম জব্দ। ভিপি নুরসহ ২৫ নেতার বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ সার্বিয়ান ভিসাসহ ২০ বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, ভারতীয় ট্রাকচালক বেনাপোলে আটক। খুলনায় পথশিশুদের নিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ স্বরাষ্ট্র উপদেষ্টার

ডেস্ক রিপোর্টঃ / ১৫৫
আপডেটঃ সোমবার, ১২ আগস্ট, ২০২৪

প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
আওয়ামী লীগকে নতুন মুখ নিয়ে দল গোছানোর পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। আজ সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন। এর আগে তিনি সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক করেন। সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের দায়িত্ব সবার সুরক্ষা দেওয়া। আমি আশা করি, আমার কথায় উনারা আশ্বস্ত হয়েছেন। আরও যারা শাহবাগে বসে বসে আন্দোলন করছেন, উনারা কী অর্জন করছেন! অনেকে বলে, কোনো দলের পক্ষে তারা কাজ করছেন। আমি সকালেও বলেছি, আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। প্রচুর ভালো ভালো নেতা আছেন। এই দলটা এক সময় মধ্যবিত্ত সেকুলারপন্থী বাঙালিদের দল ছিল। মুসলিম লীগ যখন ছিল, সেটা ছিল উচ্চবিত্তের। উচ্চবিত্ত বাঙালি মুসলিম লীগে ছিল। মধ্যবিত্তের তৎকালীন বুদ্ধিজীবী যারা, তারা সক্রিয় না থাকলেও সমর্থন করে। এত বড় মানুষের দল, যিনি এ দেশ স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নেই। কারও সন্দেহ থাকার কথা না। উনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা এসেছে। তার পরে বাকিটা। সেই দল এ রকমভাবে ভেঙে পড়ে যাবে যে, লোকে এখন লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে; আবার পেলে কী জানি হয়। আমি উনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা দল গুছিয়ে নেন। আপনাদের দলকে তো কেউ ব্যান করেনি। জঙ্গি না হলে কোনো দলকে ব্যান করা খুব খারাপ সংস্কৃতি,’ যোগ করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৭২ সালের সংবিধানে কোনো দলের নাম উল্লেখ করেননি এই পার্টি ব্যান করতে হবে, ওই পার্টি থাকবে না। মুসলিম লীগও তো ছিল! পলিটিক্যাল পার্টিকে ব্যান করা হয় পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য। আমি যেটা বলতে চাই না।’তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দল রাজনৈতিক দলের মতো চলবে। আপনি একে দিয়ে তাকে দিয়ে গণ্ডগোল করাবেন, আমি আসতেছি-আমি যাব। আপনি আসবেন, এটা আপনার দেশ, আসেন না কেন? কে আপনাকে বাধা দিচ্ছে? নাগরিকত্ব তো কারও যায়নি। ২১ বছর প্রধানমন্ত্রীত্ব করেছেন। আপনি স্বেচ্ছায় চলে গেছেন, আপনাকে তো কেউ যেতে বলে নাই। আপনি স্বেচ্ছায় গেছেন, ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। গণ্ডগোল পাকানোর কোনো মানে হয় না। গণ্ডগোল পাকিয়ে কোনো লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। মনে করবেন না আমি জাতীয় পার্টির লোক। জাতীয় পার্টির কী দশা হয়েছিল? বেঁচে গেল কারণ হুসেইন মুহম্মদ এরশাদ জেলে চলে গেলেন এবং জেল থেকে উনি পাঁচটা আসন পেয়েছেন। সেনাবাহিনী থেকে বলা হয়েছিল, আপনি যে দেশে যেতে চান, আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাব জেনারেল নূরুদ্দীন (সেনাপ্রধান অব. লেফটেন্যান্ট জেনারেল নূরুদ্দীন খান) এখনো বেঁচে আছেন। উনি খবর পাঠিয়েছিলেন, না হলে আপনাকে জেলে যেতে হবে। অনেকে মনে করেছিল এইচ এম এরশাদ সৌদি আরবে চলে যাবেন। তখন রিউমার ছিল সৌদি আরবে তার পানির ফিল্টার ফ্যাক্টরি আছে। আমি তুলনা করার চেষ্টা করছি না,’ বলেন তিনি। শাহবাগে আন্দোলনকারীরা অন্যের খেলা খেলছেন মন্তব্য করে সাখাওয়াত বলেন, ‘যে হামলার ঘটনা ঘটেছে সে জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি কথা দিচ্ছি, আমি (দোষীদের) খুঁজে বের করব এই লোকগুলো উদ্দেশ্য কী? মন্দির একটা পূজার জায়গা, সেটা ভাঙবেন, কেন?
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আপনাদের এলাকায় এগুলো (ভিন্ন ধর্মাবলম্বীদের ওপর সহিংসতা) ঠিক করেন। আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি আপনারা ভালো করে জানেন আমি নতুন লোক না। গত পাঁচ বছর আপনারা আমার সঙ্গে ছিলেন। (আই উইল মেক শিউর দ্যাট কন্সটিটেন্সি) আমি নিশ্চিত করব আসনগুলোতে একেবারেই কোনো ইলেকশন যাতে না হয়। ‌আমি এখনো ইনফ্লুয়েন্স রাখি ইলেকশন কমিশনে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না। সদ্য বিদায়ী দলের জন্যও এই পরামর্শ। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সহযোগিতা করব, আপনারা দল গোছান নতুন মুখ নিয়ে, নতুন অঙ্গীকার নিয়ে এবং আশা করি উইথ থ্রু পলিটিক্যাল পার্টি অ্যাক্ট (রাজনৈতিক আইনের মধ্য দিয়ে)। আগামী ১৫ আগস্ট ছুটি থাকবে কি না সে ব্যাপারে কেবিনেটে সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By ThemesDealer.Com