মো: আল মাসুম খান
বাংলাদেশে দ্বিতীয় দফায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে খুলনায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার ১৭ জুন খুলনায় দুইজন রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে এক নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। আরেকজনকে বাড়িতে চিকিৎসার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং করোনা ও ডেঙ্গুর ফোকালপার্সন ডা: খান আহম্মেদ ইসতিয়াক গণমাধ্যমের সাংবাদিকদের বলেন, ২০২৩ সালের পর খুলনায় তেমন করোনা ভাইরাসের প্রভাব ছিল না। এরপর এবার প্রথম খুলনায় ২ জন রোগীর শরীরে করোনা ভাইরাস সংক্রমন ধরা পড়েছে। আজ মঙ্গলবার খুলনা সদর হাসপাতালে করোনা শনাক্ত হওয়া সুমাইয়া আক্তার নামের এক নারী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন। আর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তানিয়া নামে আরএক নারীর করোনা শনাক্ত হয়েছে। তাকে বাড়িতে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি এখন পর্যন্ত ভালো আছেন।