মো: আল মাসুম খান, বাপসনিউজ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নায়াগ্রা ফলসে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৯তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা ফোবানা সম্মেলন। শাহ নেওয়াজ ও গিয়াস আহমেদের নেতৃত্বে আয়োজিত এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী শক্তি।
গত ১৬ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ‘নবান্ন পার্টি সেন্টারে’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বিশ্ববিখ্যাত নায়াগ্রা ফলসের এক বিলাস বহুল ভেন্যুতে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, নান্দনিক সাংস্কৃতিক আয়োজন এবং প্রবাসী তরুণদের নিয়ে বিশেষ কর্মসূচি।
ফোবানার একাংশের চেয়ারম্যান মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, দলমতের ঊর্ধ্বে উঠে ফোবানার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের স্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য। আমাদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
গিয়াস আহমেদ বলেন, প্রবাসে স্বপ্ন পূরণের জন্য ঐক্যের কোনো বিকল্প নেই।
এ সময় আয়োজকরা জানান, ফোবানার আরও দুটি গ্রুপ—আটলান্টা ও মন্ট্রিয়ল—একই সময়ে সম্মেলনের ঘোষণা দিলেও তাদের সাথে যোগাযোগ ও ঐক্যের আলোচনা অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম, ফাহাদ সোলায়মান, হাসানুজ্জামান হাসান, মইনুল হক চৌধুরী হেলাল, খন্দকার ফরহাদ, জুবায়ের দারা, সাহাবউদ্দিন সাগরসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ।
আয়োজকরা আরও জানান, এবারের সম্মেলনে মূলধারার রাজনীতিকদের অংশগ্রহণ নিশ্চিত করা, প্রবাসী নতুন প্রজন্মের সম্পৃক্ততা বাড়ানো এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
সম্মেলনে প্রকাশিত হবে একটি বিশেষ স্মরণিকা। পাশাপাশি থাকবে বিজনেস লাঞ্চ, অভিজ্ঞতা বিনিময়, সাহিত্য-সংস্কৃতি বিষয়ক আলাপ এবং তরুণ প্রজন্মের জন্য বিশেষ আয়োজন।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এবারের ফোবানা সম্মেলন হবে প্রবাসীদের ঐক্যের এক নতুন দৃষ্টান্ত।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা (ফোবানা) ১৯৮৭ সালে যাত্রা শুরু করে।