লিটন কুমার ঢালী , স্টাফ রিপোর্টার:
সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী বরগুনার পাথরঘাটা উপজেলায় অসহায় ও দরিদ্র জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে। আজ সোমবার (২৩ জুন) উপজেলার ‘সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা’ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই স্বাস্থ্য ক্যাম্পটি পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা।
দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন নৌবাহিনীর একটি অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক দল। স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী তিন শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। এদের মধ্যে অনেকে দীর্ঘদিন যাবৎ নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন, যাদের পক্ষে নিয়মিত চিকিৎসা গ্রহণ করা সম্ভব হচ্ছিল না।
চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগ যেমন সর্দি-জ্বর, মাথাব্যথা, পেটের সমস্যা ও ত্বকের রোগের পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি ও হৃদরোগের মতো জটিল সমস্যার চিকিৎসাও প্রদান করা হয়। এছাড়াও কিছু রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসার জন্য রেফার করা হয়।
চিকিৎসাসেবা গ্রহণকারী স্থানীয় জনগণ নৌবাহিনীর এমন উদ্যোগে ভীষণ খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকে জানান, তারা কখনোই ভাবেননি যে নিজ এলাকায় এভাবে বিনামূল্যে মানসম্মত চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হবে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা হতদরিদ্র মানুষজন এই চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সুচিকিৎসার সুযোগ পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
উল্লেখ্য, বাংলাদেশের উপকূলীয় ও দুর্গম অঞ্চলে দীর্ঘদিন ধরেই বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। বিভিন্ন সময় ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগের সময়ও নৌবাহিনীর সদস্যরা ত্রাণ, চিকিৎসা ও উদ্ধার তৎপরতায় অংশ নিয়ে মানুষের আস্থা অর্জন করেছে।
নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্ট সূত্রে জানা গেছে, ভবিষ্যতেও তারা এ ধরনের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে এবং দেশের প্রত্যন্ত এলাকার জনগণকে চিকিৎসা সহায়তা দিতে সদা প্রস্তুত থাকবে। এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি মানবিক সহানুভূতির বার্তাও ছড়িয়ে পড়ছে সমাজে।
এ ধরনের সেবামূলক কাজের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী শুধু দেশের নিরাপত্তাই নয়, বরং মানবতার সেবায়ও তাদের অঙ্গীকারের প্রতিফলন ঘটিয়ে চলেছে।