মো: আল মাসুম খান
খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমকালের খুলনা ব্যুরো প্রধান ও চ্যানেল ২৪ এর আঞ্চলিক প্রধান প্রতিবেদক মামুন রেজার স্মরণসভায় বক্তারা বলেন, খুলনার সাংবাদিকতার জগতে দিকপাল ছিলেন মামুন রেজা। সত্য প্রকাশে ছিলেন অবিচল। সব মতের মানুষের কাছে সমান জনপ্রিয় ছিলেন তিনি। মামুন তরুণ সাংবাদিকদের শিখিয়েছে, দলমতের উর্ধ্বে উঠে কিভাবে সংবাদ পরিবেশন করতে হয়। মামুন রেজার মৃত্যু এমন এক শুন্যতা তৈরি করেছে, যা কখনও পূরণ হবে না।
আজ বুধবার ২৫ জুন সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। স্মরণ সভা সঞ্চালনা করেন সমকালের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়।
বক্তারা বলেন, মামুন শুধু সাংবাদিকতাই করেননি মানবিক ও সামজিক কর্মকান্ডে প্রতিনিয়ত কাজ করেছেন। তার নেতৃত্বের গুণাবলী ছিল। ছিল আলাদা প্রতিভা, কাজের বিষয়ে একনিষ্ঠতা। তিনি সকলের সঙ্গে ভালো আচরণ করতেন। পেশাদার সাংবাদিকতার সবগুণ সাংবাদিক মামুন রেজার ছিল।
বক্তারা আরও বলেন, মামুন রেজার মৃত্যু কেউ মেনে নিতে পারেনি। বর্তমান ক্রান্তিকালে এমন প্রতিভাবান একজন সাংবাদিকের প্রয়োজন ছিল। যখনই দেখা হতো হাসিমুখে কথা বলতো। তার ব্যবহার আচরণে কখনো মনে হয়নি আমরা অন্যকোন পরিবারের বা দূরের কেউ। তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আগতরা।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক। বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি অধ্যাপক আনোয়ারুল কাদির, শেখ দিদারুল আলম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, বিএমএ খুলনার সভাপতি ডা: বাহারুল আলম, ইসলামী আন্দোলনের নগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ নাসির উদ্দীন, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, মহানগর সিপিবির সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান বাবু, খুলনা সিভিল সোসাইটির আহ্বায়ক শাহনেওয়াজ আলী, খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান, শেখ আবু হাসান ও এস এম হাবিব, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, খুলনা টিভি রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু হেনা মোস্তফা জামাল পপলু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহেন্দ্রনাথ সেন, খুলনা প্রেসক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য আশরাফুল ইসলাম নূর, খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন।
পরিবারের সদস্যদের মধ্যে বক্তৃতা করেন মামুন রেজার বাবা সরদার কাওসার আলী ও বড় ভাই মাসুদ রানা এবং তার একমাত্র সন্তান জাওয়াদ রেজা উপস্থিত ছিল।
স্মরণ সভায় খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতা এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভা শেষে সাংবাদিক মামুন রেজার আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাব মসজিদের ইমাম মাওলানা ইউসুফ হাবীব।