আতিকুর রহমানঃ
দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার খানজাহান আলী থানার প্রতিনিধি অনিমেশ মন্ডল ও তার ভাইদের উপর হত্যার উদ্দেশ্যে বাড়িতে এসে মাদক ব্যবসায়ী পবিত্র মন্ডল ও সাধন মন্ডল গতকাল বেলা ১টার দিকে হামলা চালায়। পবিত্র মন্ডল ও সাধন মন্ডল সম্পর্কে বাপ-ছেলে বলে জানাযায়। তারা বাপ-ছেলে যৌথ ভাবে মাদক সেবন ও মাদক ব্যবসা পরিচালনা করে বলে এলাকার জনগন ব্যক্ত করে।
আড়ংঘাটাা থানার বিল ডাকাতিয়া গ্রামে বসবাসরত আনিমেশ মন্ডল বেলা ১১টার দিকে নিজ মাছের ঘেরের কাজ শেষে বাড়ি ফেরার সময় ঘেরের কচুরি পরিস্কার সংক্রান্ত বিষয় নিয়ে সাধন মন্ডলের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে সাধন অনিমেশকে তখনই কোপানো সহ জানে মারার হুমকি প্রদান করে।
দুপুর ১টার দিকে অনিমেশ ও তার ভাই বাড়িতে কাজ করা অবস্থায় সাধন ও পবিত্র হঠাৎ ও আকষ্মিক দেশিয় ধারালো অস্ত্র চাপাতি, হাতুরি ও কোড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে তাদের উপর আক্রমন করে এবং হঠাৎ আক্রমনে দিশেহারা হয়ে অনিমেশ ও তার দুই ভাই আত্মরক্ষার্থে ঠেকাতে গেলে অনিমেশের বাম হাতে চাপাতির কোপ লাগে ও রক্ত ক্ষরন শুরু হয় এবং মাথায় হাতুরির আঘাতপ্রাপ্ত হয়। অনিমেশের দুই ভাই ঠেকাতে গেলে তাদেরও হাতে কোপ এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়। অনিমেশের ভাই অভিজিৎ মন্ডল ও সত্যজিৎ মন্ডল গুরুতর আহত হয়। আহত অবস্থায় দৈনিক পূর্বাঞ্চলের খানজাহান আলী থানা প্রতিনিধি অনিমেশ মন্ডলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।
অবস্থা বেগাতিক দেখে স্থানিয় জনগন তাদের ঠেকাতে গেলে তারাও কমবেশী আঘাত প্রাপ্ত হয় এবং জনরোশে তারা পালাতে বাধ্য হয়। পালানোর সময় তারা হাতুরিটি ফেলে রেখে যায়, যা পরবর্তীতে প্রশাসন উদ্ধার পূর্বক জব্দকরে।
এ বিষয়ে আড়ংঘাটা থানায় অফিসার ইনচার্জ কোহিনুজ্জামানকে ফোন করলে সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে দেয়। প্রশাসন ও সাংবাদিকদের সঙ্গেও আক্রমনকারী ও মাদক ব্যবসায়ী পবিত্র মন্ডল ও সাধন মন্ডলেরা তর্কে জড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক হওয়ায় ও ফোর্সকম থাকায় প্রশাসন পবিত্র মন্ডল ও সাধন মন্ডলকে গ্রেফতার করতে অক্ষম হয়।
সাংবাদিকের উপর বাড়িতে এসে দিনে দুপুরে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরিকল্পিত ভাবে এরকম হত্যার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী কর্তৃক হামলায় খানজাহান আলী থানার সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। উক্ত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক কঠিন শাস্তির দাবী জানান সাংবাদিক মহল।
এব্যাপারে আড়ংঘাটা থানায় মামলার প্রস্ততি চলমান।