মো: আল মাসুম খান,
খুলনার একটি চাঞ্চল্যকর মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিকাশ চন্দ্র বিশ্বাস ছয় বছর ধরে খুলনা জেলা কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন। তার দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ। এর আগেও তিনি নিজের পক্ষে সাফাই দিয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়েছিলেন। এবার তার স্ত্রী রিমা বিশ্বাস আদালত চত্বরে দাঁড়িয়ে সরাসরি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেন, তিন দিনের সুযোগ দিন, আমার স্বামী নির্দোষ প্রমাণ করতে পারবেন।
রিমা বিশ্বাস গণমাধ্যমের সাংবাদিকদের কাছে জানান, তার স্বামী গত ছয় বছর ধরে ওই মামলায় কারাভোগ করছেন। মৃত্যুদণ্ড ঘোষণার পর তিনি প্রায় তিন বছর ধরে কনডেম সেলে আছেন। রিমা বলেন, আমার স্বামী নির্দোষ। মামলাটি সঠিক ভাবে পরিচালিত হয়নি। আমাদের পক্ষে কোনো দক্ষ আইনজীবী ছিল না। আমরা খুবই গরিব মানুষ।
রিমা বিশ্বাস আরও জানান, জেল থেকে তার স্বামী নিজ হাতে ছয় পাতার একটি চিঠি লিখে প্রধান বিচারপতির দপ্তরে পাঠিয়েছেন। সেই চিঠিতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ চেয়ে বলেন, তিন দিন সময় দিন, যদি নির্দোষ প্রমাণ করতে না পারি, তাহলে ফাঁসি দিন। চিঠিতে এমন সাহসী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিকাশ চন্দ্র বিশ্বাস।
চিঠিতে বিকাশ চন্দ্র বিশ্বাস লেখেন, একজন মানুষ যখন অথই সাগরে পড়ে যান, তখন একটি ভাসমান পাতাও বাঁচার আশার প্রতীক হয়ে ওঠে। আমিও সেই দিশেহারা পথিক, জানি না আমার এই আর্তনাদ কেউ শুনবেন কি না। গরিবের কান্না কেউ বোঝে না, গরিব মানেই যেন এক অভিশপ্ত জীবন। আমার আবেদন, আমাকে শুধু একবার উচ্চ আদালতের কাঠগড়ায় দাঁড়ানোর সুযোগ দিন। আমি চ্যালেঞ্জ করে বলছি—তিন দিনের মধ্যে নিজেই নিজেকে নির্দোষ প্রমাণ করে দেব।
তিনি আরও লিখেছেন, আমি কোনো ভাবেই এই মামলার সঙ্গে জড়িত নই। একজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড মানে শুধু তাকেই নয়, তার পুরো পরিবারকেই মৃত্যুর সাজা দেওয়া। যদি আমি নিজেই নিজের মামলা উপস্থাপন করে নির্দোষ প্রমাণে ব্যর্থ হই, তবে উচ্চ আদালত যেন দ্রুত ফাঁসি কার্যকর করার নির্দেশ দেন।
রিমা বিশ্বাস জানান, তারা আগের আইনজীবীকে বাদ দিয়ে এখন ব্যারিস্টার শিশির মনিরের শরণাপন্ন হয়েছেন। তার দাবি, শিশির মনির তাদের কাছ থেকে কোনো সম্মানি নিচ্ছেন না। রিমার কথায়, আমি আর আমার মা খুলনা কোর্টের সামনে ডিম বিক্রি করি। এই কষ্টের জীবন থেকে মুক্তি চাই—শুধু ন্যায্য বিচার চাই।
২০২১ সালের ৭ অক্টোবর একটি মাদক মামলায় বিকাশ চন্দ্র বিশ্বাসকে মৃত্যুদণ্ড দেন নিম্ন আদালত।
-উল্লেখ্য এই মামলাটি দেশের অন্যতম আলোচিত মাদক মামলা হিসেবে পরিচিত।
২০১৭ সালের আগস্ট মাসে র্যাব-৬ এর একটি বিশেষ দল খুলনার রূপসা ও দাকোপ এলাকা থেকে সোয়া দুই কেজিরও বেশি কোকেন জব্দ করে। এর বাজারমূল্য প্রায় ২২ কোটি টাকা। এই ঘটনার পর র্যাব মোট ৬ জনকে আসামি করে মামলা করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে খুলনা জেলা ও দায়রা জজ আদালত ২০২১ সালের ৭ অক্টোবর বিকাশ চন্দ্র বিশ্বাসকে মৃত্যুদণ্ড দেন এবং অন্য পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
জানা গেছে, এই মামলার আলামত পরীক্ষায় ঢাকার সিআইডি ল্যাব নিশ্চিত করে যে উদ্ধারকৃত দ্রব্য আসল কোকেন, যা আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে সম্পর্কিত বলে সন্দেহ করা হয়। তবে আসামিপক্ষ বরাবরই দাবি করে আসছেন, তাঁরা ষড়যন্ত্রের শিকার।