প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
বরগুনায় ডেঙ্গু রোগে আক্রান্তদের সহায়তায় এগিয়ে এসেছে বেতাগীর ‘সৌদি প্রবাসী ও প্রতিদিনের স্বদেশ পত্রিকার উপদেষ্টা মোঃ আরিফুর রহমান কুদ্দুস। শনিবার (২৮ জুন) সকালে বরগুনা সদর হাসপাতাল ও আশেপাশের এলাকার ডেঙ্গু রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা উপকরণ ও পুষ্টিকর খাবার বিতরণ করে সংস্থাটি।
উপকরণগুলোর মধ্যে ছিল মশার প্রতিরোধক স্প্রে, স্যালাইন, স্যালাইন সেট, ক্যানোলা এবং খাবার প্যাকেটে ছিলো ডিম,কলা,বিস্কিট, জুস,আপেল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
সৌদি প্রবাসী মোঃ আরিফুল রহমান কুদ্দুস বলেন, “ডেঙ্গু আক্রান্তরা শারীরিক ও মানসিকভাবে কষ্ট পাচ্ছেন। আমরা চেষ্টা করছি ছোট্ট একটি সহযোগিতা দিয়ে তাদের পাশে দাঁড়াতে।”
স্থানীয় বাসিন্দারা সৌদি প্রবাসী মোঃ আরিফুর রহমান কুদ্দুসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সময়োপযোগী মানবিক কাজ আরও সংগঠনকে উৎসাহিত করবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে ‘আরিফ ফাউন্ডেশন’ সহায়তা কার্যক্রম জনসচেতনতা ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এর আগে সকালে বেতাগী থানা ও বেতাগী পৌরসভার আশপাশ এলাকায় মশা নিদান স্প্রে ছিটানো হয় ‘আরিফ ফাউন্ডেশন’ এর নেতৃত্বে। সকাল ৮টায় বেতাগী থানায়,যেখানে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ও সকাল ৮ টা ৩০ মিনিটের সময় পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায় মশা নিধন ঔষধ ছিটানো হয়। যেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মল্লিক,সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান খান, সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও আরিফুর রহমান কুদ্দুস এর ছোটভাই জহিরুল ইসলাম আকাশসহ বিভিন্ন সদস্যবৃন্দ।