লিটন কুমার ঢালী :
বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০১ লা জুলাই, ২০২৫) বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপি’র কার্যালয়ে পরিচিতি সভা শুরু হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , বরগুনা জেলা বিএনপি সাবেক সফল সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব নজরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা জেলার সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক এ জেড এম সালেহ ফারুক, জেলা বিএনপি সাবেক যুগ্ন আবায়ক বরগুনা জজ কোর্টের বর্তমান পিপি এ্যাড, নুরুল আমিন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক ফজলুল হক মাস্টার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান ১০ নং নলটোনা ইউনিয়ন পরিষদ কেএম শফিকুজ্জামান মাহফুজ, বরগুনা জেলা তরুণ দলের সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির , সিনিয়র সহ-সভাপতি পঞ্চায়েত বশির উদ্দিন , সহ-সভাপতি মোঃ সুমন কাদের।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তরুণ দলের সদস্যরা এবং সাংবাদিকবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের আয়োজনে পরিচিত সভায় উপস্থিত বরগুনা জেলা বিএনপি’র সিনিয়র নেতাকর্মীরা তরুণ দলের সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সততার সাথে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের বরগুনা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান মিন্টু বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দেশের স্বার্থে কাজ করব।
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের পরিচিতি সভায় প্রধান অতিথি বরগুনা জেলার সাবেক সকল সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম মোল্লা বলেন, আজকের এই পরিচিতি সভায় উপস্থিত সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা মতে চলার জন্য তরুণদের নির্দেশ প্রদান করেন এবং সততার সাথে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।আগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।