মো: আল মাসুম খান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী ১৯ জুলাই শনিবার বিকেল ২টায় ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় সমাবেশ’। এ সমাবেশ সফল করতে কেন্দ্রীয় কার্যালয়ে ৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১১টায় বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমসহ অনেকে।
বৈঠকে ৭-দফা দাবির ভিত্তিতে আসন্ন জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও সাংগঠনিক কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের স্মৃতিবাহী মাস। রক্তের বিনিময়ে যে স্বৈরাচার পতনের সূচনা হয়েছিল, সেই গণআকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যেই এই জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে দেশপ্রেমিক ছাত্র, যুবক, পেশাজীবী, নারী-পুরুষসহ সকল জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হবে গণ-আন্দোলনের শক্তি।
তিনি জামায়াতের সব স্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি এই সমাবেশে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানান।সভায় বক্তারা বলেন,৭-দফা বাস্তবায়নের মাধ্যমেই গণ-অভ্যুত্থানের সফলতা অর্জিত হবে।