মো: আল মাসুম খান
সার্বিয়ান ভিসা লাগানো ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ এক ভারতীয় ট্রাকচালককে বেনাপোল বন্দর এলাকা থেকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার ৩ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বেনাপোল বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল গেট থেকে তাকে আটক করা হয়। আটক ট্রাকটির নম্বর WB-25, F-4310।
আটক ট্রাকচালকের নাম বেচারাম প্রামাণিক (৪৩)। তিনি ভারত থেকে অবৈধ ভাবে এসব পাসপোর্ট বাংলাদেশে আনছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
আনসার কমান্ডার হেলালউজ্জামান গণমাধ্যমের সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা আগে থেকেই সতর্ক ছিলেন। ট্রাকটি পেট্রাপোল বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশে প্রবেশ করে টার্মিনালে পৌঁছালে ব্যাগ তল্লাশি করে ২০টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়, প্রতিটিতে ২৪ জুন ২০২৫ তারিখের সার্বিয়ান ভিসা লাগানো ছিল।
ধারণা করা হচ্ছে, ইউরোপে অবৈধ অনুপ্রবেশের উদ্দেশ্যেই এই ভিসাগুলো ব্যবহার করার পরিকল্পনা ছিল। উদ্ধার করা পাসপোর্টধারীরা সংঘবদ্ধ মানবপাচার চক্রের সদস্য কিনা, তা তদন্ত করছে পুলিশ।
উদ্ধারকৃত বাংলাদেশের পাসপোর্টধারীদের নাম, মোজাম্মেল হোসেন, ইমরান হোসেন, অপূর্ব মিয়া, ফয়সাল আহম্মেদ, ইসহাক, হুমায়ুন কবির, নাজমুল ইসলাম, আবুল হোসেন, শরিফুল ইসলাম, আব্দুল কাদের, আব্দুল আজিজ, আব্দুর রহিম, রুপম চন্দ্র দাস, তানভির হাসান, আরিফুল ইসলাম, পলাশ হোসেন, জাকারিয়া, আবু সাঈদ, আব্দুল করিম, ফাইম মিয়া।
আটক ভারতীয় চালককে পাসপোর্টসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, পাসপোর্ট উদ্ধার এবং ট্রাকচালক আটকের খবর ছড়িয়ে পড়লে রাতে বন্দরে ভিড় করেন বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। আটক ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের কর্মী নাকি আন্তর্জাতিক মানবপাচার চক্রের সদস্য সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।