বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রতিপক্ষ যতোই শক্তিশালী প্রার্থী হোক আমরা ঐক্যবদ্ধ থাকলে ইনশাআল্লাহ্ বিজয় আমাদের সুনিশ্চিত : বকুল সাতক্ষীরায় ফেসবুকে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোর পোষ্ট দেখে কাঠের ব্রিজ নির্মাণের বরাদ্দ দিলেন ইউএনও চাকরিতে পদত্যাগের সুযোগ নেই, মনোবল ভাঙবেন না —সংবাদ সম্মেলনে কেএমপি কমিশনার। কেসিসি নির্বাচনের ফল বাতিলের মামলা, বিএনপি প্রার্থী মঞ্জুর একতরফা শুনানি শেষ। সেনা ও নৌবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গু‌লি ইয়াবাসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় প্রেসক্লাব দখল নিয়ে সংঘর্ষ: ১৭ সাংবাদিকের জামিন। বেতাগীতে কর্নেল (অবঃ) হারুনুর রশিদের ব্যক্তিগত উদ্যোগে ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইন প্রদান ডিপজলের বিরুদ্ধে মামলা কুয়েতে নতুন ই-ভিসা, সুবিধা পাবেন বাংলাদেশি ব্যবসায়ীরাও! চাঁদা দাবির অডিও ফাঁস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতাকে শোকজ সংসদে গিয়ে ২০১৮ সালের নির্বাচনকে বৈধতা দিয়েছে বিএনপি: ফয়জুল করীম খুলনায় বৈষম্যবিরোধী নেতার পদত্যাগ চলিত মাসেই বাজারে আসছে স্যামসাং-ভিভোর ফোল্ডিং স্মার্টফোন ড. ইউনূসকে ট্রাম্পের চিঠি, বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই জেটিতে জামায়াত নেতার ‘খাস কালেকশনের’ নামে অর্থ আদায়, ইউএনওর হস্তক্ষেপে বন্ধ শেখ হাসিনা অপরাধ করেননি, উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন: আইনজীবী আমির হোসেন জাতীয় পার্টির জ্যেষ্ঠ ৩ নেতাকে অব্যাহতি দিলেন জি এম কাদের কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের আয়োজনে কালীগঞ্জের কর্তব্যরত সাংবাদিকদের নিয়ে মৌসুমি ফল উৎসব এবং নৌ-ভ্রমন অনুষ্ঠিত বরগুনার ভূতমারা খাল খদন ও অবৈধ স্থাপনা অপসারণ দাবি এলাকাবাসীর মানববন্ধন

কেসিসি নির্বাচনের ফল বাতিলের মামলা, বিএনপি প্রার্থী মঞ্জুর একতরফা শুনানি শেষ।

ডেস্ক রিপোর্টঃ / ১৫
আপডেটঃ মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

মো: আল মাসুম খান

২০১৮ সালের খুলনা সিটি মেয়র নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে খুলনা প্রথম যুগ্ম জজ আদালতে বিএনপি মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর দায়ের করা মামলার এক তরফা শুনানি শেষ হয়েছে। এ সময়ে তার কাছ থেকে ৫ টি বিষয়ের ওপর লিখিত বক্তব্য নিয়েছেন আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে খুলনা প্রথম জজ আদালতের বিচারক মো: খোরশেদ আলম তার লিখিত বক্তব্য গ্রহণ করে। এ সময়ে আদালত তার কাছে আরও কিছু কাগজপত্র চেয়েছেন। তবে রায় ঘোষণার কার্যদিবস এখনও নির্ধারিত হয়নি। তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে আইনজীবী গোলাম মাওলা গনমাধ্যমকে জানান।

নজরুল ইসলাম মঞ্জুর আইনজীবী গোলাম মাওলা বলেন, ততকালীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক বিভিন্ন তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছিলে। তার বিরুদ্ধে আমরা আপীল করি। কিন্তু সেদিন বিভাগীয় কমিশনার সেটি গ্রহণ না করে তার পক্ষে রায় দেন। পেশী শক্তি খাটিয়ে তারা প্রভাব দেখায়। তখন আইনের কোন শাসন ছিলনা। নির্বাচনের সময়ে বিএনপি’র এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেয়। সেদিন সাধারণ মানুষকে নির্বাচনে ভোট দিতে দেয়নি তারা। জোর জুলুম করে নেতাকর্মীদের পুলিশে ধরিয়ে দেয় তারা। জোর করে নিজেদের পক্ষে ভোট কেটে নেয়। ভোট কেন্দ্র গুলোর নির্বাচনী ফলাফলে কোন প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছিলনা। এভাবে তারা সেদিন ভোটে জয় লাভ করে।

তিনি আরও বলেন, ২০১৮ সালের ১১ জুন নির্বাচনে গেজেটে যে ফল প্রকাশ করছে সেটি আমরা বাতিল চেয়ে আদালতে মামলা করি। আজকে আদালতে এক তরফা শুনানি ছিল। আদালতে আমরা জবানবন্দি দিয়েছি এবং বাদীর যে সকল কাগজপত্র এক্সিবিটের দরকার ছিল সেগুলে এক্সিবিট হয়ে গেছে। সামনে রায় ঘোষণার একটি তারিখ থাকবে আমরা আশা করছি ওই দিন আদালত আমাদের পক্ষে রায় দিবেন। তবে আদালত এখনও পর্যন্ত কোন দিন ধার্য করেননি। পরবর্তীতে আমাদের জানিয়ে দেবেন আদালত।

জানতে চাইলে বিএনপি’র সাবেক সভাপতি এবং মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ২০১৮ সালের সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী ট্রাইবুনালে মামলা দায়ের করি। ততকালীন সরকারের লোকজন কখনও শুনানি করতে দেয়নি। দীর্ঘ ৭ বছর পর জুলাইয়ের বিপ্লবের পর গণতন্ত্রের বিজয়ের পর এ মামলার কার্যক্রম শুরু হয়। এটা দেওয়ানি মামলা হওয়ায় এর কতগুলো ধাপ আছে। এই ধাপে আমি আমার লিখিত বক্তব্য এফিডেভিটেরের মাধ্যমে আদালতে উপস্থাপন করেছি। সেখানে মূলত ৫ টি বিষয় উল্লেখ করেছি। সেখানে প্রার্থী হিসেবে তালুকদার আব্দুল খালেকের অযোগ্যতা, উনি নির্বাচনী ফর্মে সম্পদের যে তথ্য দিয়েছিলেন সেখানে সঠিক তথ্য গোপন করেন, তার বিরুদ্ধে আপীল করলে বিভাগীয় কমিশনার তার পক্ষ রায় দেন। আদালতে তিনি এর প্রতিকার চেয়েছেন। নির্বাচনী কার্যক্রমে তার কর্মীদের গণ গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময়ে তাদের বিরুদ্ধে পুলিশ ৫৩ টি মিথ্যা মামলা দায়ের করে। সেই প্রতিকার চেয়ে আদলতে আবেদন করেন। এরপরে পোলিং এজেন্ট এবং নির্বাচনী কর্মকর্তা ও নির্বাচনী উপকরণ ছিনতাই এ বিয়য়ে প্রতিকার চেয়ে আবেদন করেছেন। নির্বাচনের দিনে ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে বাক্স ভর্তি করে যে ব্যালট জমা দিয়েছিল তার পেছনে কোন প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছিলনা এবং কোন প্রার্থীর টিপ সই ছিল না। এগুলোর তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন।

এসব আবেদনের পেক্ষিতে আদালতে তিনি বলেছেন আবেদন বিবেচনায় নিয়ে তালুকদার আব্দুল খালেকের বিজয়ের ঘোষণা বাতিল করে দিয়ে আমাকে বিজয় ঘোষণা করার আবেদন করার জন্য এবং আদালত আমার লিখিত বক্তব্য গ্রহণ করেছেন। আদালত এর পক্ষে কিছু কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সেগুলো আমরা বিকেলে দাখিল করব। সেগুলো আমরা যোগাড় করছি। তিনি আশাবাদি আদালত সঠিক এবং সাহসী রায় দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Theme Created By ThemesDealer.Com