মো: আল মাসুম খান
দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক এবং তার স্ত্রী, সাবেক বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে পৃথক দুটি দুর্নীতির মামলা দায়ের করেছে।আজ বুধবার ৯ জুলাই, খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা গুলো রুজু করা হয়।
তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে মামলার বাদী হলেন দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। মামলার এজাহারে বলা হয়েছে, তিনি কেসিসির মেয়র ও বাগেরহাট-৩ আসনের সাবেক সংসদ সদস্য থাকাকালীন সময়ে ১৫ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদের উৎস তিনি সঠিক ভাবে ব্যাখ্যা করতে পারেননি।
অন্যদিকে, তার স্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে মামলা করেছেন দুদকের উপসহকারী পরিচালক মো: আশিকুর রহমান। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তিনি সংসদ সদস্য ও উপমন্ত্রী থাকাকালীন সময়ে ১ কোটি ৬৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন, যা তার আয়ের সঙ্গে মিল পাওয়া যায়নি।
দুদক তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা অনুযায়ী মামলা দুটি রুজু করেছে, যা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হয়।দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে সম্পদের বিস্তারিত হিসাব-নিকাশ যাচাই করে মামলা গুলো দায়ের করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।