প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নে সম্প্রতি একের পর এক গরু চুরির ঘটনায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষক ও খামারিরা। গত এক সপ্তাহে চন্ডীবরদী, চরবল্লভদী ও খালিশা বল্লভদী গ্রাম থেকে অন্তত ৯টি গরু চুরি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, সংঘবদ্ধ চোরচক্র ঢাকা-খুলনা মহাসড়ক ব্যবহার করে পিকআপ ও ট্রাকে করে নির্বিঘ্নে গরু পাচার করছে। বল্লভদী ইউনিয়ন ঢাকা-খুলনা মহাসড়ক ঘেঁষে হওয়ায় চোরেরা ওই রাস্তা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী কৃষক সেলিম শেখ বলেন, তিনটি গরু ছিল আমার সংসারের একমাত্র ভরসা। দুধ বিক্রি করেই পরিবার চালাতাম। এখন সব শেষ হয়ে গেছে।
গ্রাম পুলিশ মিলন মিয়া বলেন, তিনটি গরু চুরি হওয়ার পর আমার সব স্বপ্নই ভেঙে গেছে।
স্থানীয় খামারি কোবাদ মোল্যা জানান, আমার দুটি গরু চুরি হওয়ার পর হতাশ হয়ে গরু পালন ছেড়ে দিয়েছি। এত কষ্ট করে গরু বড় করি, আর তা এক রাতে চোরের হাতে তুলে দিতে হয়!স্থানীয়দের দাবি, গরু চুরির এই ধারাবাহিকতা রোধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে চাষাবাদ ও গবাদিপশু খামার চরম হুমকির মুখে পড়বে।
ব্যবসায়ী মহিনুর শিকদার বলেন, গরু চুরি রোধে ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পাহারার ব্যবস্থা করতে হবে।এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, ঘটনাগুলোর তদন্ত চলছে। এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। আমরা দ্রুত চোরচক্র শনাক্ত করে ব্যবস্থা নেব বলে আশা করছি।