প্রতিদিনের স্বদেশ ডেস্কঃ
কোটা সংস্কার আন্দোলনের নিহত ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা করেছেন বরগুনার বেতাগী উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ূন কবির মল্লিক। গত বুধবার বিকেলে নিজের ব্যাক্তিগত তহবিল থেকে তিনি এ আর্থিক সহয়তা প্রদান করেন।
জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান টিটু হাওলাদার। তার বাড়ি বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের নীলখোলা গ্রামে। অন্যদিকে একই উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সোনার বাংলা এলাকার লিটন মাতুব্বর ঢাকার বাড্ডা এলাকায় টাইলস এর কাজ করতেন। ১৯ জুলাই দুপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছিল। এ সময় লিটন রাস্তার পার হয়ে বাসায় যাচ্ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন। বেতাগী উপজেলা পৌর বিএনপি’র নেতৃবৃন্দরা নিহত টিটু ও লিটনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং আর্থিক সহায়তা করেন। পরে কোটা সংস্কার আন্দোলনে আহত হোসনাবাদ ইউনিয়ন যুবদল নেতা আমিরুল ইসলামের বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপি’র সদস্য সচিব গোলাম সরোয়ার রিয়াদ খান, পৌর বিএনপি’র সদস্য মিজানুর রহমান খান, যুগ্ম আহবায়ক মামুন পারভেজ আসাদ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. শাহিন হাওলাদার, মো. সুজন মল্লিক, উপজেলা যুবদলের আহবায়ক মনিরুজ্জামান খান জুয়েল প্রমুখ ।