প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
চাকরি ফিরে পেতে পুলিশ সদর দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। রোববার দুপুরে এ কর্মসূচি পালন করেন গত ১৫ বছরের বিভিন্ন সময়ে চাকরি হারানো হাজারও পুলিশ সদস্য।সদর দপ্তরের বাইরে তারা অবস্থান নেওয়ায় ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন পুলিশ মহাপরিদর্শকসহ (আইজিপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় আন্দোলনরতদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
জানা গেছে, সদর দপ্তরের সামনের সড়কের দুই লেন বন্ধ করে তারা বিক্ষোভ ও অবস্থান করলেও বিকেল প্রায় ৫টা পর্যন্ত পুলিশ প্রধান বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারও দেখা মেলেনি