বেতাগী বরগুনা প্রতিনিধিঃ বেতাগী উপজেলা নিবার্চনের রেশ না কাটতেই নিবার্চন কমিশন সচিবলায় ঘোষণা দিয়েছেন উপ নিবার্চনের তফসিল। সদ্য অনুষ্ঠিতব্য বেতাগী উপজেলা পরিষদ নিবার্চনে হোসনাবাদ ইউপি চেয়ারম্যান ও কাজিরাবাদ ইউনিয়নের (১,২,৩) নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য পদত্যাগ করে নিবার্চনে অংশগ্রহণ করায় গত (১৮ এপ্রিল) দুটি পদ শূণ্য ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী বেতাগী উপজেলার ওই দুটি শূণ্য পদে আগামী (২৭ জুলাই) উপ নিার্বচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, বেতাগী উপজেলা নিবার্হী কর্মকর্তা ফারুক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।এদিকে তফসিল ঘোষণার পরপরই ডামাডোল বাজিয়ে মাঠে নেমেছেন আসন্ন হোসনাবাদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা। ফলে বেতাগী উপজেলার আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে খ্যাত হোসনাবাদ ইউনিয়ন এখন ‘টক অব দ্য টাউন’। কেননা জাতীয় কিংবা স্থানীয় নিবার্চনে নেতৃত্ব বাছাইয়ে সর্বদা ট্রাম্প কার্ড হিসেবে সুপরিচিত, হোসনাবাদ ইউনিয়ন আ.লীগের ভোট ব্যাংক।কেনো ‘টক অব দ্য টাউন’: উপজেলা পরিষদ নিবার্চনে হোসনাবাদ ‘ইউপি চেয়ারম্যান’ থেকে পদত্যাগ করে চেয়ারম্যান নিবার্চিত হন খলিলুর রহমান খাঁন। তিনি হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, তিনিও ওই ইউনিয়ন পরিষদের সাবেক পাঁচবারের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনিও হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা। যদিও এবারের নিবার্চনে নিকটতম প্রতিদ্বন্দ্বীও হননি তিনি। কেননা হোসনাবাদ ইউনিয়নের জণগণ ভোট যুদ্ধে হারিয়েছেন তাকে। উপজেলার আওয়ামী রাজনীতিতে সকল ক্ষেত্রে ওই ইউনিয়নের বেশ নেতৃত্ব বিরাজ করে। ফলে এবারের উপ নিবার্চনে কে হবে হোসনাবাদের ইউপি চেয়ারম্যান তা নিয়ে সংসয় পুরো উপজেলাব্যাপী। চায়ের দোকোনে কিংবা পাড়া মহল্লায় সর্বদাই আলোচনা হোসনাবাদের উপ নিবার্চন। এদিকে, নিবার্চনে উপজেলা আওয়ামীলীগের একাংশ ও বর্তমান উপজেলা চেয়ারম্যানের প্রভাব বিস্তারের আলোচনা ও গুঞ্জণ রয়েছে। কেউ কেউ বলছেন যে প্রার্থী উপজেলা নিবার্চনে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সমর্থন দিয়েছেন তিনিই উপ নিবার্চনে তাদের সমর্থন পাবেন। এ নিয়ে সাধারন ভোটারদের মাঝে শঙ্কা থাকলেও , আসন্ন নিবার্চনে এমন কোনো প্রভাব পরবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ। বেতাগী উপজেলার আওয়ামী রাজনীতি কিংবা জনপ্রতিনিধিত্বের হেভিওয়েট অবস্থানটি বেশ কয়েকবছর যাবৎ ওই ইউনিয়নের নেতৃবৃন্দের দখলে, তাই হোসনাবাদের রাজনীতি সর্বদাই উপজেলায় আলোচনার কেন্দ্রবিন্দু। ফলে উপ— নিবার্চনের তফসিল ঘোষণার পর থেকেই হোসনাবাদ ইউপি নিবার্চন বেতাগী উপজেলার ‘টক অব দ্য টাউন’।ইতোমধ্যে উপ নিবার্চনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. শাহ আলম, সহ সভাপতি আসাদুজ্জামান রিপন, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান সিকদার, ও ইউনিয়ন বিএনপি নেতা সিদ্দিকুর রহমান ঘোষণা দিয়েছেন। সম্ভাব্য একাধিক প্রার্থীর দাবী, উপজেলা আ.লীগ ও বর্তমান সংসদ সদস্যের হস্তক্ষেপ না থাকলে সাধারন ভোটারদের পছন্দের প্রার্থীকে নিবার্চিত করতে বাধা থাকবেনা।উল্লেখ্য, হোসনাবাদ ইউনিয়নের ৯টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৪৪৯, এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৭৬৫,মহিলা ভোটার ৭ হাজার ৬৮৪। আগামী ২৭ জুলাই হোসনাবাদ ইউনিয়ন পরিষদের উপ—নিবার্চনে ইভিএম এর মাধ্যমে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।