প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
আর্জেন্টিনার বড় জয়ের দিনে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে ব্রাজিলও। আজ বুধবার (১৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে পেরুকে ৪-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
স্তাদিও মানে গারিঞ্চায় প্রথম গোলের জন্য ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ব্রাজিলকে। পেরু ডিফেন্ডার কার্লোস জামব্রানো হ্যান্ডবলে পেনাল্টি উপহার পায় ব্রাজিল। দলে ফেরা বার্সেলোনা তারকা রাফিনিয়া স্পটকিক থেকে দলকে নেন এগিয়ে। ৫৪তম মিনিটে ফের স্কোরশিটে নাম তোলেন এই উইঙ্গার। এবার গোলটি আসে পেনাল্টি থেকে।
পেনাল্টিতে ২-০ গোলে এগিয়ে যাওয়া ব্রাজিলের তৃতীয় গোলটি ছিল দেখার মতো। ৭১তম মিনিটে ডান পাশ থেকে ক্রস করেন লুইস হেনরিকের ক্রসে দুর্দান্ত এক সিজার-কিক ভলিতে গোল করেন আন্দ্রেয়াস পেরেইরা। সেই গোলের রেশ না কাটতেই মিনিট তিনেক পর হেনরিক নিজেই গোল করেন। পেনাল্টি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত এক ভলিতে গোলটি করেন তিনি। ব্রাজিলের জার্সিতে এ নিয়ে টানা দুই ম্যাচে গোল পেলেন বোতোফোগোর এই উইঙ্গার।
লাতিন অঞ্চলের বাছাইপর্বে ব্রাজিলের এটি পঞ্চম ও টানা দ্বিতীয় জয়। ১০ ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়েও গোল পার্থক্যে উরুগুয়ের পেছনে থেকে ব্রাজিল আছে পয়েন্ট তালিকার চারে। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা।