
প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
টাঙ্গাইলে নিখোঁজের চারদিন পর এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ রথখোলা শান্তিনগর মডেল টাউন পুকুরের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম সোহেল রানা (৩২)। তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের অলোয়া ভবানি আমতলা এলাকার নুর মোহাম্মদের ছেলে। সোহেল সিঙ্গাপুর প্রবাসী।
পরিবারের সদস্যরা জানায়, গত শুক্রবার রাত ১১টার সময় বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বাইরে যায়। এরপরে আর সোহেল বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। পরে থানায় একটি জিডি করা হয়। মঙ্গলবার দুপুরে এলাকার একটি পুকুরের পাশে সোহেলের লাশ পাওয়া যায়। সোহেল কয়েকদিনের মধ্যেই আবার সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।
সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী জানায়, দুপুরের দিকে আমার বাড়ির কাছেই একটি পুকুরের পাশ থেকে অজ্ঞাত একজনের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে অবহিত করলে তারা লাশটি উদ্ধার করে। তখন লাশের পরিচয় পাওয়া যায়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তদন্ত শেষে রহস্য উদঘাটন করতে পারবো।