প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ফারজানা ছবি। প্রায় তিন দশক ধরে অভিনয়শিল্পের সঙ্গে যুক্ত আছেন। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন চরিত্রে অভিনয় করে মানুষের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছেন। নাটক দিয়ে অভিনয় জীবন শুরু হলেও পরবর্তী সময়ে চলচ্চিত্রেও নিজের নাম লিখিয়েছেন।তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- ‘কানামাছি’, ‘লাল গোলাপ’, ‘মহুয়া সুন্দরী’, ‘অপরাজিতা’, ‘জয়নগরের জমিদার’, ‘নিঃশ্বাস’ ইত্যাদি। তাকে নিয়ে লিখেছেন শিশির রোয়েদাদ।অভিনয়শিল্পের সঙ্গে এতদিন ছিল তার ঘর-সংসার। মাঝখানে এক বছর বিরতির পর আবার নতুন রূপে ফিরলেন। সম্প্রতি ফারজানা ছবি বাংলাদেশ বেতারের সংবাদ পাঠিকা হিসেবে যাত্রা শুরু করেছেন। ১৯ অক্টোবর প্রথমবারের মতো বাংলাদেশ বেতারে সংবাদ পাঠ করলেন এই অভিনেত্রী। বেতারের অভিজ্ঞতা নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি।
ছবি বলেন, ‘অনেক দিন ধরেই বেতারের সঙ্গে আছি। নাটকে অভিনয় করি, আবৃত্তি করি, মাঝে মাঝে অনুষ্ঠান ঘোষক হিসেবেও কাজ করি। এবার সংবাদ পাঠ শুরু করলাম। বিষয়টি আমার কাছে ভীষণ আনন্দের। কণ্ঠের পারফরম্যান্স আমি খুব উপভোগ করি। ছোটবেলা থেকেই উচ্চারণে ভালো ছিলাম। এটা বেতারে এখন কাজে লাগছে। এখন আমাদের নাটক-সিনেমায় প্রমিত ভাষার ব্যবহার একেবারে কমে গেছে। কিন্তু বেতারে শুদ্ধ বাংলাকে জোর দেওয়া হয়। আমি মনে করছি বেতার আমার যোগ্যতাকে ত্বরান্বিত করতে সাহায্য করবে।’
গত জুলাই মাসে সংবাদ পাঠক হিসেবে বেতারে তালিকাভুক্ত হন ফারজানা ছবি। ১৮ অক্টোবর থেকে শুরু হলো তার নতুন এই যাত্রা। দীর্ঘ অভিনয়ের ক্যারিয়ার প্রসঙ্গে ছবি বলেন, ‘শুরুর দিকের জার্নিটা কঠিন ছিল, এক থেকে দেড় মাস রিহার্সাল করেছি একটি নাটকের জন্য। প্যাকেজ শুরু হলে প্র্যাকটিস আরো বেড়ে যেত। এক লাফে সিঁড়ির ওপর উঠিনি। ধাপে ধাপে উঠেছি। সবার কাছে যে সম্মান পাই তা ধীরে ধীরে এগোনোর জন্য। নিজের নামটা পরিচিত করতে পেরেছি অভিনয় দিয়ে, এটা আমার শিল্পী জীবনের প্রাপ্তি।’১৯৯৮ সালে পরিচালক আবদুল্লাহ আল মামুনের ‘চিঠি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ফারজানা ছবির টেলিভিশনে অভিষেক ঘটে। ২০১৩ সালে ‘সীমানা পেরিয়ে’ নাটকে অভিনয়ের জন্য সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।