গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কনসার্টে টাইগা ট্রিসের হিপহপের সঙ্গে ঢাকার শিল্পীদের ফিউশন স্থানীয় ও আন্তর্জাতিক সংগীতের মধ্যে সেতুবন্ধ তৈরি করেছে। টাইগার ফ্রিস্টাইল র্যাপ এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সুরের মেলবন্ধন ছিল মনে রাখার মতো।
কনসার্ট শুরুর আগে টাইগা ট্রিস, স্থানীয় শিল্পী ও সম্মানিত অতিথিদের অভ্যর্থনা জানান গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক ফ্রাঙ্ক ভারনার। গ্যেটে ইনস্টিটিউট জানিয়েছে, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।হিপহপের সঙ্গে ইলেকট্রনিক শব্দের মিশ্রণের জন্য আন্তর্জাতিকভাবে পরিচিত র্যাপ শিল্পী টাইগা ট্রিস। শক্তিশালী গানের কথা এবং অভিব্যক্তিপূর্ণ পারফরম্যান্স তাঁকে সংগীতজগতে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। জার্মানিতে জন্মগ্রহণ করা এ শিল্পী মেক্সিকোতে বেড়ে উঠেছেন।