প্রতিদিনের স্বদেশ ডেস্ক:
ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। একের পর এক জনপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন সমসাময়িক সব বড় তারকার সঙ্গেই। এ প্রজন্মের দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি। নাটক ইন্ডাস্ট্রির পাশাপাশি তিনি ব্যস্ত থাকেন ওটিটির কাজ নিয়েও।
সম্প্রতি দেশের ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে তার নতুন ওয়েব ফিল্ম। নাম ‘ঘুমপরী’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। ফিল্মটির জন্য ব্যাপক সাড়া পাচ্ছেন এ অভিনেত্রী। গত ২০ ফেব্রুয়ারি ওটিটির একটি পেইড ভার্সনে মুক্তি পায় তিশা অভিনীত ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’। এটি পরিচালনা করেছেন জাহিদ প্রীতম।ফিল্মটিতে জ্যোতি নামে একটি চরিত্রে অভিনয় করেছেন তিশা। হাসপাতালের বেডে কোমায় থাকা চরিত্রটি দিয়ে নতুন করে দর্শকদের নজর কাড়লেন তিনি। সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসায় সিক্ত হচ্ছেন এই অভিনেত্রী।